বুধবার ০২ জুলাই ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | East Bengal: ছন্নছাড়া ফুটবল, নবাগত ফেলিসিওর গোলেও হার বাঁচল না ইস্টবেঙ্গলের

Sampurna Chakraborty | ১০ ফেব্রুয়ারী ২০২৪ ০১ : ১৩Sampurna Chakraborty


ইস্টবেঙ্গল - ( নন্দকুমার, ফেলিসিও)

নর্থ ইস্ট ইউনাইটেড - (জুরিচ-২, নেস্টর)

আজকাল ওয়েবডেস্ক: তিন গোল হজম করে দু"গোল শোধ। কিন্তু শেষরক্ষা হল না। শনিবার গুয়াহাটির রাজীব গান্ধী স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ২-৩ গোলে হার ইস্টবেঙ্গলের। প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেন ক্লেইটনরা। বিপক্ষ গোলকিপার মিরশাদ পুরোনো দলকে জোড়া গোল উপহার দেন। ভারতে পা রেখেই লাল হলুদ জার্সিতে অভিষেকে গোল পান ফেলিসিও ব্রাউন ফোর্বস। প্রথমে তিন বিদেশিকে নিয়ে শুরু করলেও দ্বিতীয়ার্ধের মাঝামাঝি দুই নবাগত বিদেশিকে নামিয়ে দেন কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হয় মেসির সতীর্থ ভিক্টর ভাসকুয়েজের। কিন্তু বছরের প্রথম হার এড়াতে পারেনি ইস্টবেঙ্গল। নর্থ ইস্টের হয়ে জোড়া গোল টমি জুরিচের। অন্য গোলটি নেস্টরের। ১১ ম্যাচে অপরাজিত থাকার পর হারের মুখ দেখল ইস্টবেঙ্গল। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ন"নম্বরে লাল হলুদ। 

প্রথমার্ধ পুরোপুরি নর্থ ইস্টের। যেন যুবভারতীতে পাঁচ গোলের বদলার জন্য তেড়েফুঁড়ে শুরু করে তাঁরা। প্রথম ৪৫ মিনিট দাপুটে ফুটবল। ধারেকাছেই ছিল না ইস্টবেঙ্গল। সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ডার্বিতে যথেষ্ট ভাল ফুটবল খেলে কার্লেস কুয়াদ্রাতের দল। কিন্তু এদিন ছন্দপতন। শুরুতে গোল হজম করায় বেকায়দায় পড়ে যায়। রক্ষণের ভুলে ম্যাচের ৫ মিনিটে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। জিতেনের পাস থেকে নেস্টরের মাপা মাইনাস। ডান পায়ের টোকায় গোলে রাখেন জুরিচ। অপ্রত্যাশিত গোল। শুরুতে ঝড় তোলে নর্থ ইস্ট। ১১ মিনিটে গোল লক্ষ্য করে ফের শট নেন জুরিচ। সামনে একা অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে রেখে দল সাজান নর্থ ইস্ট কোচ। ম্যাচের ১৫ মিনিটে ২-০। ডানদিক থেকে রিডিমের নিখুঁত মাইনাস। তেকাঠিতে রাখতে ভুল করেননি নেস্টর। দুই উইংয়ে জিতেন এবং রিডিমের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি লাল হলুদ ফুটবলাররা। সঙ্গে নেস্টর-জুরিচ যুগলবন্দিতে ছারখার ইস্টবেঙ্গল রক্ষণ। দ্বিতীয় গোলের ক্ষেত্রে জায়গায় ছিলেন না হিজাজি।‌ নর্থ ইস্টের তারুণ্যের কাছে হার মানে কুয়াদ্রাতের দল। প্রথম ৩০ মিনিট পুরোপুরি ব্যাকফুটে ছিল সুপার কাপ জয়ীরা। ম্যাচের ১৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল জুরিচের সামনে। কিন্তু গোলে রাখতে পারেননি। প্রথম ২০ মিনিট বল শুধুমাত্র নর্থ ইস্ট ফুটবলারদের পায়ে ঘোরে। বলই পায়নি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। সামনে একা দেখার ক্লেইটনকে। মাঝমাঠে নেমে বল পাওয়ার চেষ্টা করেন ব্রাজিলীয় স্ট্রাইকার। দুই উইংয়ে মহেশ, নন্দকুমারকেও নিষ্ক্রিয় দেখায়। বিরতিতে ০-২ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। 

প্রথমার্ধের শেষে হতাশ দেখায় কুয়াদ্রাতকে। বিরতিতে মাঠে দাঁড়িয়ে হিজাজির সঙ্গে কথা বলেন স্প্যানিশ কোচ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফেরার চেষ্টা করে ইস্টবেঙ্গল। আক্রমণ শানাতে শুরু করেন ক্লেইটন, মহেশরা।‌
ম্যাচের ৪৮ মিনিটে গোলের সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। কিন্তু ফিস্ট করে বাঁচায় নর্থ ইস্ট গোলকিপার। ম্যাচের ৫৩ মিনিটে ২-১ করেন নন্দকুমার। ক্লেইটনের পাস থেকে তাঁর ডান পায়ের শট বিপক্ষ কিপার মিরশাদের গায়ে লেগে গোলে ঢুকে যায়। গোলকিপারের ভুলের খেসারত দিতে হল নর্থ ইস্টকে। ম্যাচের ৬১ মিনিটে সরাসরি প্রভসুখনের হাতে তুলে দেন জুরিচ। দ্বিতীয়ার্ধে অনেকটা ধরে খেলে ইস্টবেঙ্গল। ব্যবধান কমার পর ম্যাচে সমতা ফেরানোর সুযোগ ছিল। কিন্তু জুরিচের বিশ্বমানের গোলে আবার ব্যবধান বাড়ায় নর্থ ইস্ট। ম্যাচের ৬৭ মিনিটে ৩-১। দুরন্ত গোল টমি জুরিচের। ডিফেন্স থেকে ভেসে আসা একটা লম্বা বল চেস্ট ট্র্যাপ করে নামিয়ে বক্সের কোনাকুনি থেকে ডান পায়ের দূরপাল্লার শটে গোল। অভিষেক ম্যাচেই গোল পান ফেলিসিও। ম্যাচের ৮২ মিনিটে ৩-২ ইস্টবেঙ্গলের। ক্লেইটনের শট তালুবন্দি করতে ব্যর্থ মিরশাদ। ডিফেন্ডারের পায়ে লেগে ঠিক ফেলিসিওর মাথায় পড়ে। হেডে গোল কোস্টারিকানের। আগের দিন রাতেই গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। মাত্র কয়েক ঘন্টায় ব্যবধানে নেমেই গোল পেলেন। কিন্তু বছরের প্রথম হার এড়াতে পারল না ইস্টবেঙ্গল। 




নানান খবর

বার্মিংহ্যাম টেস্টে বাদ যাবেন এই ব্যাটার?‌ পরিবর্তে কাকে খেলানো হবে জানুন ক্লিক করে 

আশঙ্কার মেঘ কাটিয়ে এশিয়া কাপে দু'বার মুখোমুখি ভারত-পাকিস্তান! কবে প্রথম মহারণ?

এজবাস্টনে তারকা পেসারকে বাদ দেওয়ার পরামর্শ, এই স্পিনারকে দলে চান ভারতের প্রাক্তনী

এজবাস্টনে ভাগ্যের চাকা ঘোরানোর পালা, দুই স্পিনারে নামবে ভারত

গার্সিয়ার একমাত্র গোলে জয়, জুভেন্টাসকে হারিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপের শেষ আটে রিয়াল মাদ্রিদ

বার্মিংহ্যামে বিপত্তি! হোটেলবন্দি রাখা হল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের

বার্মিংহ্যামে বিপত্তি! হোটেলবন্দি রাখা হল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের

শুরু হল সরোজ ঘোষ মেমোরিয়াল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ‌

শতরানের পর ছয় উইকেট, লাল বলের ক্রিকেটে দুরন্ত প্রত্যাবর্তন মুশিরের

ট্রোলের পাল্টা জবাব অর্শদীপের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্ক্রিনশট

এজবাস্টন টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড, খেলবেন আর্চার?‌ 

দায় স্বীকার কার্ডোজোর, মোহনবাগানের বিরুদ্ধে গোলের আশা করেননি নেইমারের ভক্ত

এজবাস্টন টেস্টে খেলবেন বুমরা?‌ এল বড় আপডেট

সুপ্রিম কোর্টে বড় সড় ধাক্কা খেলেন ললিত মোদি, জরিমানার ১০ কোটি দিতে হবে তাঁকেই

সুব্রত কাপ টুর্নামেন্টে হুগলি জেলা চ্যাম্পিয়ন সুগন্ধা হাই স্কুল

কামড়েছিল কুকুরছানা, গুরুত্ব না দেওয়ায় মর্মান্তিক পরিণতি দেশের কবাডি খেলোয়াড়ের 

টহলদারিতে বিপত্তি, বেপরোয়া গাড়ির সজোরে ধাক্কা, দুর্ঘটনা প্রাণ কাড়ল ২ পুলিশকর্মীর

এক বছর পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি, সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট, অবশেষে গ্রেপ্তার যুবক

ধর্মের ঘর ফাঁকা! কেন সন্তানের জন্মের পরিচয়পত্রে ‘ধর্ম’ উল্লেখ করলেন না বিক্রান্ত?

আচমকাই ভেঙে পড়ল গাছ, গল্প করতে করতে চাপা পড়ে প্রাণ গেল একাধিক কর্মীর, হাওড়া পুরনিগমে মর্মান্তিক দুর্ঘটনা

ভারী বৃষ্টি পিছু ছাড়ছে না, টানা দুর্যোগ চলবেই, কোন কোন জেলায় চরম সতর্কতা?

চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা নিয়ে উধাও, সত্য ঘটনা জানলে ভিরমি খাবেন

নিম্ন আয়ের পরিবারগুলির জন্য বড় খবর, দারুন উদ্যোগ এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের

ফের জুটিতে সত্যম-সুরঙ্গনা

'আমার মা চান আমরা সবাই মারা যাই,তাই আমি এখানে এসেছি', ৮ বছরের শিশুর কাতর আবেদনে গোটা দেশ স্তম্ভিত

সঙ্গী প্রায়ই মিথ্যে কথা বলেন? সম্পর্কে বড়সড় ফাটল ধরার আগে বুঝুন ৫ লক্ষণ

‘পাততাড়ি গুটিয়ে ফিরতে হবে দক্ষিণ আফ্রিকায়’, ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে টেসলা কর্তা

অকালে উঁকি দিচ্ছে টাক? এই সব ভেষজের ম্যাজিকেই হু হু করে হবে হেয়ার গ্রোথ, বাড়বে চুলের গোছ

চলতি সপ্তাহেও চলবে দুর্যোগ, তালিকায় আপনার জেলা আছে কিনা জেনে নিন?‌

স্থাপত্য়ের ঐতিহ্য়, অম্বুজা নেওটিয়ার আয়োজনে বিশেষ অনুষ্ঠান

সোশ্যাল মিডিয়া